AllBanglaNews24

প্রকাশিত: ১৭:২২, ২০ মে ২০২০

মোংলার দিকে ধেয়ে আসছে আম্ফান

মোংলার দিকে ধেয়ে আসছে আম্ফান

ছবি : সংগৃহীত

আরো কাছাকাছি চলে এসেছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। বাংলাদেশ থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম থেকে মোংলা সমূদ্রবন্দর উপকূলের দিকে ধেয়ে আসছে এটি।

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার মতো কাছের সমুদ্রবন্দর মোংলা থেকে ২০০ কিলোমিটার, পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২০ ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসছে।

বুধবার বিকেলে সবশেষ তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। এ সময় ৫ থেকে ১০ ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এরই মধ্যে সারাদেশে আম্ফানের প্রভাবে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। কিছু এলাকায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় অঞ্চলগুলো থেকে জনগণকে নিরাপদ সাইক্লোন শেল্টারে সরিয়ে নেয়া হয়েছে।

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add