AllBanglaNews24

প্রকাশিত: ১৩:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২২:৪৩, ১৬ ডিসেম্বর ২০২০

বইমেলায় তরুণ লেখক হক ফারুক আহমেদের দুইটি বই

বইমেলায় তরুণ লেখক হক ফারুক আহমেদের দুইটি বই

বইমেলায় এসেছে তরুণ লেখক হক ফারুক আহমেদের দুইটি বই।  পাঞ্জেরী  পাবলিকেশন্স প্রকাশ করেছে তার প্রথম গল্পগ্রন্থ `শহরে দেবশিশু`। অন্যপ্রকাশ থেকে এসেছে লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ `মেঘদরিয়ার মাঝি`।

শহরে দেবশিশু গল্পগ্রন্থে স্থান পেয়েছে সাতটি গল্প। গল্পগুলো গ্রামীন ও শহরে   প্রেক্ষাপটে লেখা। মেঘদরিয়ার মাঝি কাব্যগ্রন্থে স্থান পেয়েছে ৭২টি কবিতা। প্রেমময় শব্দ ও কাল্পনিকতার আশ্রয়ে প্রকৃতি ও প্রেমের কবিতা লিখেছেন তিনি।

২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশ হয় তার প্রথম কাব্যগ্রন্থ বই ‘নিঃসঙ্গতার পাখিরা’। অমর একুশে গ্রন্থমেলায় অন্যতম আলোচিত এই কাব্যগ্রন্থটি অর্জন করে নেয় ‘সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’। একই বছর অমর একুশে গ্রন্থমেলায় বাংলানামা থেকে প্রকাশ হয় তার প্রবন্ধের বই ‘ধীমান কথন’।

হক ফারুক আহমেদ পেশায় সাংবাদিক। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add

    আরো পড়ুন