AllBanglaNews24

প্রকাশিত: ১০:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০

পুঁজিবাজারে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজারে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন


সূচকের উত্থানের মধ্যে দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। দিনভর সূচক উঠানামা শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৯৩ পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিলো ৯৮৪ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৯৩ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির। তাতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫১ লাখ ১৯ হাজার ১৯৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি টাকা।
 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add