AllBanglaNews24

প্রকাশিত: ১৬:২৭, ১৮ জুন ২০২০

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৮০৩ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ২ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩৪৩ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৮০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ২৯২ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৪৩ জনে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ১ হাজার ৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হলেন।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add