AllBanglaNews24

প্রকাশিত: ১৯:১৭, ১৮ নভেম্বর ২০২০

কি লেখা ছিল সাকিবের সেই দাওয়াত কার্ডে

কি লেখা ছিল সাকিবের সেই দাওয়াত কার্ডে

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বিগত কয়েকদিন যাবত সমালোচনার তুঙ্গে। তার বিরুদ্ধে অভিযোগ, কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন করেছেন তিনি। তবে বাস্তবে ঘটেনি এমন কিছুই। এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব ও কালীপূজার আয়োজক পরেশ পাল। 

তবুও অনেকের মনে খটকা, কেন সেই অনুষ্ঠানে গেলেন সাকিব। মূলত দাওয়াত রক্ষার্থে অনুষ্ঠানটিতে গিয়েছিলেন তিনি। যা পরিষ্কার হয়ে যায় পূজা উপলক্ষে ছাপা দাওয়াত কার্ডে। 

দাওয়াত কার্ডের লেখা পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো:

‘মহাশয়
প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগামী ১২ই নভেম্বর’ ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমরা সবাই পরিচালিত ৫৯তম বর্ষে কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন।

উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মহানাগরিকও রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার জনাব সাকিবুল হাসান।

উক্ত অনুষ্ঠানে আপনি সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকিলে আন্তরিকভাবে খুশি হব।

বিনীত
পরেশ পাল
বিধায়ক’

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add