AllBanglaNews24

প্রকাশিত: ১৯:২৪, ২০ অক্টোবর ২০২০
আপডেট: ২২:৪৩, ১৬ ডিসেম্বর ২০২০

আলুর দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেল

আলুর দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেল

ছবি: সংগৃহীত

কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেছেন, খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে পুনর্নির্ধারণ করে ৩৫ টাকা করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ দামে আলু বিক্রি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বিকেল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়।

এর আগে, গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর খুচরা মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা। একইসঙ্গে পাইকারি পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার। তবে, দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম পড়বে ২৭ টাকা।

মঙ্গলবার দুপুরেই সচিবালয়ে সাংবাদিকদের আলুর দাম বাড়ানোর ইঙ্গিত দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রতিকেজি আলুর খুচরা দাম নতুন করে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হবে। এসময়, খুচরা পর্যায়ে আলুর দাম অনেকে বেড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add