জিমেইল বিশ্বব্যাপী ডাউন, ব্যবহারে সমস্যা

allbanglanews24.com

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩০ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুগলের মেইল পরিষেবা জিমেল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জিমেইল ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দেয়। শুধু জিমেইল নয়, গুগল ড্রাইভ পরিষেবাও এ দিন সকাল থেকে ব্যাহত হয়েছে।

কয়েকটি টেক ওয়েবসাইটের দাবি, জি স্যুটের অন্যান্য পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। জিমেইলের সমস্যা নিয়ে অসংখ্য ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন টুইট করে।

ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা এক বিবৃতিতে স্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানটি লিখেছে, আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরো তথ্য জানাবো।