ফুটপাতে ইফতার তৈরি ও বেচা কেনায় নিষেধ: ডিএমপি

allbanglanews24.com

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

সংগৃহীত

সংগৃহীত

জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস।

তবে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবারের রমজান মাস পালিত হচ্ছে একটু ভিন্নভাবে।

 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগরীর রাস্তা বা ফুটপাতে কোনো ইফতার সামগ্রী তৈরিও বেচা যাবে না।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ইতোমধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপে ডিএমপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।