সাধারণ ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত

allbanglanews24.com

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৫ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।  

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরো সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি বাড়িয়ে ৫-৯ এপ্রিল, এরপর ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হলো।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৭৭২ জন এ ভাইরাসে আক্রান্ত হলো। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।