ঢাকার যেসব এলাকায় দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ

allbanglanews24.com

প্রকাশিত : ১০:৪০ এএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০শে এপ্রিলের হিসেব অনুযায়ী পুরাতন ঢাকার অনেক এলাকায় অন্য যে কোনো এলাকার তুলনায় সংক্রমণ বেশি।

যেভাবে,

আজিমপুরে ১৫ জন শনাক্ত হয়েছেন ইতোমধ্যে। বাবুবাজারে সংখ্যাটা ১১।
বংশালে ৩১জন শনাক্ত হয়েছেন।
চকবাজারে ১৯জন শনাক্ত হয়েছেন।
গেন্ডারিয়ায় শনাক্ত হয়েছেন ২১ জন।
যাত্রাবাড়িতে সংক্রমণ ধরা পড়েছে ৩৩ জনের মধ্যে।
লালবাগে সংক্রমণ ধরা পড়েছে ৩১ জনের মধ্যে।
সুত্রাপুরে করোনাভাইরাস ধরা পড়েছে ১২ জনের মধ্যে।
ওয়ারীতে ৩০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে।
শাখারীবাজারে করোনাভাইরাস রোগী ধরা পড়েছে ১৮ জনের মধ্যে।
অন্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মোহাম্মদপুরে ৩৮ জন।
পুরো মিরপুর এলাকায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, যার মধ্যে মিরপুর ১৪ তেই ২১ জন।

টোলারবাগ ১৯
ধানমন্ডি ২৩
বাসাবো ১৯
মহাখালী ১৪
মগবাজার ১৬
রাজারবাগ ২৮
উত্তরা ২৩
শাহবাগ ১১

আইইডিসিআর থেকে নেয়া হয়েছে এলাকাভিত্তিক এই তথ্য।