কোয়ারেন্টিনে রাখার জন্য বিদেশ থেকে আসা সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে নির্দেশ

allbanglanews24.com

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদেশফেরত প্রত্যেক যাত্রীকেই পুলিশের হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানোরও নির্দেশ দিয়েছেন। এজন্য যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল অ্যাভিয়েশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন হাবিবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

রিটে বিদেশ থেকে আসা সব ব্যক্তিকে কমপক্ষে ১৪ দিন বা ততোধিক সময় বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে রাখার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদানের আবেদন করা হয়।