কোয়ারেন্টিনের নির্দেশনা না মানলে জেল-জরিমানার হুঁশিয়ারি

allbanglanews24.com

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোয়ারেন্টিনের নির্দেশনা না মানলে আবারও জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষায় এখন পর্যন্ত কিটের ঘাটতি দেখা দেয়নি।

তিনি বলেন, কেউ যদি কোয়ারেন্টাইনের নির্দেশ না মানেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব, যাব মধ্যে রয়েছে জরিমানা করা, কোনো কোনো ক্ষেত্রে জেলে দেওয়ার নির্দেশনাও আইনে রয়েছে। জেল দিতেও কুণ্ঠাবোধ করবো না। 

তিনি আরো বলেন, কিটের সংকট নেই, আমরা প্রতিনিয়ত কট আনছি।