করোনাভাইরাস দেহে কীভাবে ক্ষতিগ্রস্থ করে?

allbanglanews24.com

প্রকাশিত : ০৯:১৯ এএম, ১৫ মার্চ ২০২০ রোববার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অধিকাংশ মানুষের জন্যই এই রোগটি খুব  ভয়ঙ্কর নয়, কিন্তু অনেকেই মারা যায় এই রোগে।
ভাইরাসটি কীভাবে দেহে আক্রমণ করে, কেন করে?
প্রাথমিক লালনকাল
ভাইরাসটি নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করে।
শরীরে গঠন করা কোষগুলোর ভেতরে প্রবেশ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার মাধ্যমে কাজ করে করোনাভাইরাস।
করোনাভাইরাস, যার আনুষ্ঠানিক নাম সার্স-সিওভি-২, আপনার আশেপাশে কেউ হাঁচি বা কাশি দিলে বা ভাইরাস সংক্রমিত কোনো জায়গায় হাত দেয়ার পর আপনার মুখে হাত দিলে।
শুরুতে এটি আপনার গলা, শ্বাসনালীগুলো এবং ফুসফুসের কোষে আঘাত করে এবং সেসব জায়গায় করোনার কারখানা তৈরি করে। পরে শরীরের বিভিন্ন জায়গায় নতুন ভাইরাস ছড়িয়ে।
প্রাথমিক  সময়ে - প্রথম সংক্রমণ এবং উপসর্গ দেখা দেয়ার মধ্যবর্তী সময় - স্থায়িত্ব একেকজনের জন্য একেকরকম হয়।