নড়ে গেছে হিন্দু-মুসলিম বিশ্বাসের ভিত

allbanglanews24.com

প্রকাশিত : ১০:২০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দাঙ্গাবিধ্বস্ত দিল্লিতে রাস্তাঘাটে একটু একটু করে মানুষজন জরুরি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন - কিন্তু ভেতরে ভেতরে পরিস্থিতি এখনও থমথমে।
রাজধানীর এই এলাকাগুলোতে গরিব, শ্রমজীবী হিন্দু ও মুসলিমরা যে পারস্পরিক ভরসার ভিত্তিতে এত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছেন - সেই বিশ্বাসের ভিতটাই নড়ে গেছে।
হিন্দু-অধ্যুষিত এলাকা ব্রিজপুরী আর মুসলিম-অধ্যুষিত মোস্তাফাবাদের সীমানায় একদল মহিলা বলছিলেন, তারা এখন দুই সম্প্রদায়ের মানুষ মিলেই রাত জেগে মহল্লায় পাহারা দিচ্ছেন।
কিন্তু খুব কম জায়গাতেই দুই সম্প্রদায়ের মানুষ একযোগে পাহারা দিচ্ছেন কিংবা হিন্দু-মুসলিমদের নিয়ে এলাকায় 'শান্তি কমিটি' গড়ে তোলা সম্ভব হয়েছে।
হিন্দু ও মুসলিম উভয় মহল্লাতেই গলিতে ঢোকার প্রবেশপথগুলো পাথর বা ব্যারিকেড ফেলে আটকে দেওয়া হয়েছে। গলিতে ঢোকার বা বেরোনোর সময় এলাকার বাসিন্দারাই বহিরাগতদের নাম-পরিচয় পরীক্ষা করছেন। সংবাদমাধ্যমও এই 'স্ক্রুটিনি' থেকে বাদ পড়ছে না। মুসলিম নাম শুনে হিন্দু মহল্লার লোকজন ভুরু কুঁচকে তাকিয়েছেন, আবার হিন্দু নাম শুনে মুসলিম এলাকার লোকজন অনেকে গুটিয়ে গেছেন।
সংবাদমাধ্যমও এই 'স্ক্রুটিনি' থেকে বাদ পড়ছে না।