উহানের ২৩ বাংলাদেশি দিল্লিতে

allbanglanews24.com

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ভারতের সহায়তায় চীনের উহান থেকে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের একটি বিশেষ ফ্লাইটে তাদের নাগরিকদের উহান থেকে ফেরত আনার সময় এই বাংলাদেশিদেরও নিয়ে আসা হয়। করোনা সংক্রমণের আশঙ্কায় ফেরত আসা অন্য ভারতীয়দের মতোই এই ২৩ বাংলাদেশিকেও আগামী কয়েকদিন আলাদা করে রাখা হবে। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

উহানে আটকে থাকা এসব বাংলাদেশি বেশ কিছুদিন ধরে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে  সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট সেখানে পাঠানো সম্ভব না হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদরকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফেরার কথা বলা হয়েছিল।

ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওই বিশেষ ফ্লাইটে উহান থেকে ফেরত এসেছে ৭৬ জন ভারতীয় ও অন্য আরও ৭টি দেশের ৩৬ জন নাগরিক।চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

গত ২৩ জানুয়ারি থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে উহান। করোনা ভাইরাসে শুধুমাত্র চীনেই প্রাণ হারিয়েছে ২,৭১৫ জন।  আর আক্রান্ত হয়েছে ৭৮,০৬৪ জন।