মানিকগঞ্জ জেলার একুশে পদকপ্রাপ্ত ২০ গুণীজন

allbanglanews24.com

প্রকাশিত : ১২:১৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১২:৩০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। একুশ শিখিয়েছে আত্মমর্যাদাবোধ। একুশের এই রক্তের অক্ষরেই লিখে রাখা হয়েছিল আগামী দিনে আমাদের স্বাধীনতা।

বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের মহান আত্মত্যাগ স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে আসছে।

এখন পর্যন্ত মানিকগঞ্জ জেলার ২০ গুণীজন এই একুশে পদক পেয়েছে। নিম্নে তাদের পরিচয় ও কোন ক্ষেত্রে পেয়েছেন তা উল্লেখ করা হলো:

১। ভাষা শহিদ রফিক উদ্দিন আহমদ, পারিল, বলধারা, সিঙ্গাইর (ভাষা আন্দোলন)

২। কবি খান মুহাম্মদ মঈনুদ্দিন, চারিগ্রাম, সিঙ্গাইর (সাহিত্য)

৩। আব্দুল হালিম চৌধুরী, মানিকগঞ্জ পৌরসভা (সংগীত)

৪। ওস্তাদ মমতাজ আলী খান, ইরতা, সিঙ্গাইর (সংগীত)

৫। খান বাহাদুর আব্দুল হাকিম, আজিমনগর, হরিরামপুর (শিক্ষা)

৬। কবি জাহানারা আরজু, মানিকগঞ্জ পৌরসভা (সাহিত্য)

৭। রাহেজা খানম ঝুনু, পারিল, বলধারা, সিঙ্গাইর (নৃত্য)

৮। নীনা হামিদ, পারিল, বলধারা, সিঙ্গাইর (সংগীত)

৯। হাসানুজ্জামান খান, মূলজান, মানিকগঞ্জ সদর ( সাংবাদিকতা)

১০। মাহবুবা রহমান, রামকান্তপুর, বলধারা, সিঙ্গাইর (সংগীত)

১১। খান আতাউর রহমান, রামকান্তপুর, বলধারা, সিঙ্গাইর (চলচ্চিত্র)

১২। নিলুফার ইয়াসমিন, রামকান্তপুর, বলধারা, সিঙ্গাইর (সংগীত)

১৩। খন্দকার দেলোয়ার হোসেন, পাঁচুটিয়া, বালিয়াখোড়া, ঘিওর (ভাষা আন্দোলন)

১৪। অধ্যাপক ডঃ মোজাফফর আহমেদ, আজিমনগর, হরিরামপুর (শিক্ষা)

১৫। আশরাফুজ্জামান খান, দাদরখি, হরিরামপুর (সাংবাদিকতা)

১৬। বিলকিস নাসির উদ্দিন, দাদরখি, হরিরামপুর (সাংবাদিকতা)

১৭। অধ্যাপক শামসুজ্জামান খান, চারিগ্রাম, সিঙ্গাইর (গবেষণা)

১৮। কবি অসীম সাহা, দৌলতপুর (সাহিত্য)